প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে পতিত জমিকে আবাদের আওতায় আনার জন্য রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের রাউজানে দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও শীতকালীন শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ ৭ নভেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের প্রতিটি এলাকার এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। বেশি ফসল উৎপাদন লক্ষ্যে কৃষকদের পাশাপাশি সকলকে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ৪’শ জন কৃষককে সরিষা, ১১’শ কৃষককে শীতকালীন শাকসবজির বীজ বিনামূল্যে সরিষা ও সবজি বীজ বিতরণ করেন সংসদ ফজলে করিম চৌধুরী।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply