চট্টগ্রামের আনোয়ারার স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি ৬ যোদ্ধা। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে অংশ গ্রহণ করে ছিলেন তাঁরা।
জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে লড়াই করেছেন পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত ফয়জুর রহমান চৌধুরীর পুত্র আলী মিয়া চৌধুরী, একই গ্রামের মৃত রমজান আলীর পুত্র তোরাব উদ্দিন দফাদার, গৌপী মোহন নন্দীর পুত্র জয়ন্ত নন্দী, শিলারিয়া গ্রামের অজিত সিকদার, ওষখাইন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র বজল আহমদ, একই গ্রামের নেয়ামত আলীর পুত্র নূর হোসেন চৌধুরী।
যুদ্ধের পর থেকে স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও মিলেনি কোনো স্বীকৃতি। স্বীকৃতি না পেয়ে অনেকেই মারা যাওয়ার পরও পাইনি কোনো রাষ্ট্রীয় সম্মান।
এ ৬ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বরাবরে একটি লিখিত আবেদন জানিয়েছে তাঁদের সন্তান ছাবের আহমদ চৌধুরী, এম. নুরুল হুদা চৌধুরী, নিউটন নন্দী, ফরিদুল ইসলাম, রেজাউল করিম ও স্বপন দাশ।
আবেদন সূত্রে জানা যায়, স্থানীয় আনসার কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল আলিমের মাধ্যমে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন তারা। এবং ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে তৎকালীন আনোয়ারা থানার সার্কেল অফিসার (সিও) আফরোজ বখ্ত এর নিকট অস্ত্র জমা দেওয়ার একটি দুর্লভ ছবি পাওয়া যায় এসব মুক্তিযোদ্ধাদের।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি বিষয়ে একটি আবেদন পেয়েছি। তবে আবেদনটি সরকারের নীতিমালা অনুযায়ী করা হয়েছে কিনা তা যাচাই—বাছাই কমিটি বিবেচনা করবে।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply