চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কিল্লার আন্দর এলাকায় দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছিল ইছমত আরা বেগম (৪৬) নামে এক মহিলা। তিনি ওই এলাকার খায়ের আহম্মদের স্ত্রী। ডাক্তার না হয়েও নামের আগে ‘ডা.’ ব্যবহার করে অনেক গর্ভবতী—প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। ওই সময় বাড়ি থেকে একটি অক্সিজেন সিলিন্ডার, একটি হুইল চেয়ার ও একটি সাকশন মেশিন জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ইশতিয়াক আহমদ, থানার এস আই দুলাল বাড়ৌসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ জানান, ইছমত আরা বেগম নামে মহিলাটি ডাক্তার না হয়েও নামের আগে ‘ডা.’ ব্যবহার করে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন করার অভিযোগ পাওয়া গেছে।
এমন একটি অভিযোগের প্রেক্ষিতে বিকেলে তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বাড়িতে একটি রুমে ২টি বেড দেখা যায়।
এই ঘরেই তিনি বাচ্চা প্রসব করান। ওই সময় তার অবহেলাজনিত চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি উদঘাটিত হওয়ায় ও অভিযুক্ত মহিলা তার দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবং ভবিষ্যতে এধরণের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply