বিপিএলের ড্রোন হারিয়ে গেছে, খুঁজে পেতে পুরস্কার ঘোষণা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সম্প্রচারের কাজে নিয়োজিত দুটি ড্রোনের একটি হারিয়ে গেছে। ড্রোনটি খুঁজে পেয়ে কতৃপক্ষকে ফেরত দিতে পারলে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এবারের বিপিএলের সম্প্রচার কাজে নিয়োজিত আছে মোট দুইটি ড্রোন। তার মধ্যে একটি ড্রোন উক্ত ম্যাচ চলাকালীন হারিয়ে গেছে। যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা হয়েছে বলে জানা গেছে।

এই ড্রোন নিয়ন্ত্রণ করছিলেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক। কিন্তু হঠাৎ করেই যান্ত্রিক গোলযোগে সেটি ভূপাতিত হয়। ড্রোনটি আর খুঁজে না পাওয়া গেলে বাংলাদেশি টাকায় সেটির মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা বলে জানা গেছে। এই সংবাদ নিশ্চিত করেছে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন টিম।

ধারণা করা হচ্ছে, ড্রোনটি স্টেডিয়ামের আশেপাশেই কোথাও পড়েছে। সেটা খুঁজে বের করার তৎপরতাও শুরু করেছে রিয়েল ইমপেক্ট প্রোডাকশন টিম। কেউ ড্রোনটি খুঁজে পেয়ে ফেরত দিলে তার জন্যও পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। ড্রোনটি খুঁজে ফেরত দিলে তাকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে কতৃপক্ষ থেকে জানানো হয়েছে।

বিপিএলের সপ্তম আসরে এটাই ছিল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ আর সেটাতেই ঘটে গেল এমন দুর্ঘটনা। সাগরিকার এখনো পাঁচদিনের ম্যাচ বাকি আছে। চট্টগ্রাম পর্ব শেষ হবে আগামী ২৪ ডিসেম্বর। এরপর বিপিএল আবার ফিরে যাবে ঢাকায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *