দুবাইয়ে বাংলাদেশ বিজনেজ কাউন্সিল উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ যথাযথ মর্যাদায় গৌরব, প্রাণের স্পন্দন, সকলের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেজ কাউন্সিল দুবাইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনালের ইকবাল হোসাইন খান।

বিজনেজ কাউন্সিলের সিনিয়ার সহ-সভাপতি আয়উব আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, ১৫ আগস্ট নিহত সকল শহীদ, চার নেতাসহ সকলের জন্য দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ পৃথিবীর বুকে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, বিজনেজ কাউন্সিলের সহ-সভাপতি মোঃ রাজা মল্লিক, মাহবুবুল আলম মানিক সি, আই, পি, আবুল কালাম সি, আই, পি, মোঃ দেলোয়ার আহম্মেদ, হাজী মোঃ কামাল, মোঃ জাকির হোসেন, মোজাহের উল্লাহ মিয়া, মোঃ ইয়াকুব সৈনিক, মোঃ জাকির, মোঃ আবু সালেহ আহম্মেদ, শিমুল মোস্তফা সহ সংগঠনের নেতৃ বৃন্দ ও কমিউনিটির নেতৃ বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *