মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি :::চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়।

জাহিদুল ইসলাম করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কয়লা এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ীর জাহাঙ্গীর আলমের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদ সবার বড়।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাহিদ করেরহাটের কয়লা এলাকায় স্থানীয় একটি এবাদত খানায় বৈদ্যুতিক কাজ করছিলো। এসময় অসাবধানতাবসত হঠাৎ করে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জাহিদুল মারা যায়।

করেরহাট ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

২৪ঘণ্টা/এসএ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *