‘শেখ হাসিনার দর্শন, রেলপথের উন্নয়ন’-স্লোগানের সাথে একাত্বতা প্রকাশ করে চট্টগ্রামে গতকাল মঙ্গলবার রেলওয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রেলওয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
পরে এক আলোচনা সভা রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এছাড়া রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রেনের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়েছে।
সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সেবা দিচ্ছে। ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা,
চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply