মিরসরাইয়ে অর্ধকোটি টাকার মাদ্রাসা সম্পত্তি উদ্ধার

মিরসরাই প্রতিনিধি:::চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাড়ে ৩ শতক মুল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের এসিল্যান্ড মিজানুর রহমান, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন, মিঠাছড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান।

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ খান জানান, স্থানিয় প্রতাপশালী লুৎফুল হক, নুরুল আলম,ফারুক ইসলাম, শামিম উদ্দিন ও কামাল উদ্দিন গং অবৈধভাবে মাদ্রাসার সাড়ে ৩শতক জমির উপর দালান নির্মাণ করে দোকান বরাদ্দ দিয়ে ভাড়া আদায় করে আসছে। মাদ্রাসার পক্ষ থেকে বার বার চেষ্টা করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। উপায় না পেয়ে চট্রগ্রাম জেলা প্রশাসকের সরনাপন্ন হলে জেলা প্রশাসক মমিনুর রহমান ১১আগষ্ট ৫ অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ জারী করেন। নোটিশ জারীর ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি বা ইমারত বুজে নিয়ে জেলা প্রশাসক বারাবরে নিশ্চিত করার জন্য মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেয়া হয়। অনুলিপি প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। নোটিশ জারীর ৩ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় জেলাপ্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কে নিয়োগ দেন।

জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে মীরসরাই ভূমি প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন কে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে দখলদার পক্ষের একজন আইনজীবী মৌখিক ভাবে সময় চাইলে তিনি তা না নাকচ করেন ও উচ্ছেদ অভিযান চালানো হয়।

তবে উচ্ছেদ অভিযান পরিচালনা কালীন দখলদারদের কাওকে ঘটনাস্থলে পাওয়া যায় নি।

মিরসরাই সহকারী কমিশনার ( ভূমি) মিজানুর রহমান জানান, জেলা প্রশাসন থেকে বার বার নোটিশ করার পরও দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজকের এই অভিযান। এতে সরকারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় সম্পন্ন হয়।

২৪ঘণ্টা/এসএ

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *