আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী,আবুধাবী রজনীগন্ধা খান সি আই পি হলরুমে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন মাওলানা ইমরান হোসাইন। পরে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি ১ মি নীরবতা পালন সহ গভীর বিনম্র শ্রদ্ধা জানান।রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব শুভ উদ্বােধন করেন বিশিষ্ট কবি ও লেখক, গবেষক, মোঃ জানে আলম জাহাঙ্গীর।

মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসবে নানা অনুষ্ঠানমালায় মধ্যে ছিল শহীদ মিনারে( অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উওোলন,মুক্তিযুদ্ধে শহীদ / আত্মদানকারী /যুদ্ধাহত /মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত,মহান বিজয় দিবস এর ৪৮তম এর কেক কাটা,চিত্রাংকন প্রতিযোগিতা, বিষয়:-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা,স্হির জাতীয় পতাকা আঁকা,জাতীয় স্মৃতিসৌধ আঁকা,বিজয়-পূর্ব বিজয়ের কবিতা আবৃতি,১৯৭১মুক্তি যোদ্ধার ভয়াবহ সেই দিনগুলো শীর্ষক আলোচনা সভা,রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র প্রদর্শন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কবি আরাফাতুর ইসলাম চৌধুরী বই অস্পর্শ ভালোবাসা ও জাতীয় কবিতা মঞ্চের মাসিক পএিকা অন্বেষণমোড়ক উন্মোচন,বর্ষসেরা কবি ও পুরস্কার বিতরণ,বিজয়ের উল্লাস,বিভিন্ন কমিউনিটির সম্মানে মেজবান। বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদ সহ কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *