ফটিকছড়ি বারমাসিয়ায় আজিমুশশান সুন্নি সম্মেলন উদযাপন

ফটিকছড়ি বারমাসিয়া

২৪ ঘন্টা ডট নিউজ।ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীয্যের মধ্য দিয়ে ফটিকছড়ি সুয়াবিল গাউছিয়া কমিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বারমাসিয়া নালিরকুল শাখার উদ্যোগে আজিমুশশান সুন্নি সম্মেলন উদযাপন সম্পন্ন হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) নালিরকুল জামে মসজিদ মাঠে আয়োজিত সুন্নি সম্মেলন মাওলানা মোহাম্মদ রফিকুল আনোয়ার আল কাদেরীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বারমাসিয়া নালিরকুল জামে মসজিদের পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন আল কাদেরী।

অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব চৌধুরী । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জাম’য়াত সুয়াবিল ইউনিয়ন শাখার সভাপতি এস.এম নঈম উদ্দীন।উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী(মা.জি.য়া)।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ওমর ফারুক নঈমী(মা.জি.য়া) ও মাওলানা মুহাম্মদ বশির আহাম্মদ ছাবেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মাষ্টার মোহাম্মদ মিয়াজান,মাষ্টার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ শাহাজান,সৈয়দ মাওঃ মোহাম্মদ জয়নাল আবেদীন,মুহাম্মদ এজাহার ও মোহাম্মদ তারেক আজিজ প্রমুখ।

উক্ত সুন্নি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নালিরকুল শাখার সদস্য মোহাম্মদ শুক্কুর,মোহাম্মদ মান্নান,মোহাম্মদ নবী,মোহাম্মদ ছাবা,মোহাম্মদ রহিম, মোহাম্মদ আমির খান, মোহাম্মদ আরমান, আরমান বাহার’মোহাম্মদ রোহান,মো: সোহাগ ও রাব্বি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *