বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষা সম্প্র্রসারণের অগ্রদূত, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: শফি খান, মো: আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আজাদ নিজামুল হক,
বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাক্ত সার্জেন্ট আহমদ ছফা, মাওলানা আলাউদ্দিন, কদম মোবারক এম ওয়াই স্কুলের শিক্ষকমন্ডলী ও কদম মোবারক এতিমখানার মাওলানা, শিক্ষক এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ, মুক্তবুদ্ধি চর্চার মনীষী। তার ত্যাগী জীবন সকলের জন্য অনুস্মরণীয়। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি।
বক্তারা আরো বলেন, মনিরুজ্জামান ইসলাবাদীর বিভিন্ন অবদান, তার আদর্শ তুলে ধরেন। তাঁর অপ্রকাশিত গ্রন্থ প্রকাশ করার বিষয়ে মত প্রদান করেন এবং গবেষণা ও লেখনির মাধ্যমে ইসলামাবাদীর অবদান বর্তমান প্রজম্মের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান।
ইসলামাবাদীর জীবন ও কর্মযজ্ঞ নিয়ে রচনা প্রতিযোগিতা, কেরাত ও হাম—নাত প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা দুপুর ও রাতে মেজবানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply