দক্ষিণ জেলা যুবলীগ থেকে পদত্যাগ করলেন ফারুক

দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা হতে না হতেই ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে অনেক নেতাকর্মীর। গত বুধবার কমিটি ঘোষণার দিন রাতেই পদত্যাগ করেছেন ঘোষিত কমিটির ১ নং সহ-সভাপতি মোহাম্মদ ফারুক। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের মাধ্যমে সভাপতি শেখ ফজলে শামস বরাবর পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ ফারুক বলেন, পারিবারিক ও শারীরিক কারণে এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

এসময় পদত্যাগপত্রে তিনি দাবি করেন, আজীবন বঙ্গবন্ধুর আর্দশের একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন। এর আগে বুধবার বিকেলে সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রথমে ৪১ ও পরে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার কথা এক সংবাদ বিঞ্জপ্তিতে জানান, সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

কমিটিতে জেলা যুবলীগের বিদায়ী কমিটির সহ-সভাপতি মো. দিদারুল ইসলামকে সভাপতি ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার ২ ঘন্টার মধ্যে পদত্যাগ করেন ২ নং সহ-সভাপতি পার্থ সারথি চৌধুরী। তিনি চট্টগ্রাম জেলা যুবলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *