দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করেন দুই ছাত্রলীগ নেতা।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ সোহেলকে ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিপ্লবী সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তারেকুর রহমান তারেক, ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট ইকবালুর রহমান ওপেল।
এদিকে পৌরসভা ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সাথে কথা বললে, তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এসময় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, অত্যন্ত সুন্দর ও গুছালো ভাবে তৃণমূল পর্যায়ে নেতাদের সম্মানের স্থানে জায়গা করে দেয়ার জন্য পটিয়া পৌরসভা আওয়ামী লীগকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান তারা।
কারন যোগ্য আর তৃণমূল পর্যায়ের দুর্সময়ে ত্যাগী নেতারা সম্মানের স্থান পেয়েছে।এটাই আমাদের চাওয়া। যোগ্যরা যোগ্যতার স্থানে আসুক।তাই পৌরসভা আওয়ামী লীগের সকল নেতাদের সম্মান ও শ্রদ্ধা জানান ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply