পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় হানিফ ও দেলোয়ার নামে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে অনুসারীরা। গত (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মূলত তাদের নিয়ে যাওয়া হয়। মাদক কারবারিদের হামলার সময় আত্মরক্ষার্থে ও হামলাকীরাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে হামলায় জড়িত আট জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক ব্যবসা করে আসছে হানিফ ও তার সহযোগীরা। গত শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশকিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের ‘রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়।

সেখান থেকে যুবকদের হিজড়া সাজিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। দীর্ঘদিন ধরে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এ সংঘবদ্ধ চক্র জানান স্থানীয়রা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এখন অব্দি এ ঘটনায় মোট ৮জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ পুলিশ ফাঁড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২৪ ঘণ্টা / জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *