পার্বত্য চট্টগ্রাম দেশের বড় সম্পদশালী এলাকা। এ এলাকার উন্নয়নের জন্য যা যা করার দরকার তা করার জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অনেক কিছু করছে, অনেক উন্নয়নমূলক কার্যক্রম চলছে এবং অনেক বড় বড় উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সঞ্চালনায় এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈংচিং এমপি।
এসময় অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রম্ন চৌধুরী অপু,
খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল সহ জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে মন্ত্রী রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের ছাত্রাবাস, রামগড়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সুলতান আহমদ স্মৃতি সংসদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বিভিন্ন প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply