এবারের বিপিএলে ঢাকার পর চট্টগ্রামেও রান উৎসব করছেন ব্যাটসম্যানরা। তেমনই এক ম্যাচে মোহাম্মদ শাহজাদের ঝড়ো ব্যাটিংকে মলিন করে দিলেন সৌম্য সরকার-সাব্বির রাহমানরা। এর ফলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।
রংপুরের দেওয়া ১৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে কুমিল্লা। মারকাটারি ব্যাটিংয়ে পাওয়ার-প্লের ৬ ওভারে ৬১ রান যোগ করেন দুই ব্যাটসম্যান ভানুকা রাজাপকসা এবং সৌম্য। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে মাত্র ১৫ বলে ৩২ রান করে আউট হন ভানুকা। এরপরই কুমিল্লার রান তোলার গতি কিছুটা মন্থর হয়ে যায়। দলীয় ৯০ রানের মাথায় ৪১ রানে থামা সৌম্যকে সাজঘরে ফেরান পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
সৌম্যর আউটের পর যখন কুমিল্লার জয়ের জন্য ৫৩ বলে ৯০ রানের প্রয়োজন, তখন অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকেন সাব্বির রহমান। শুরুর ৩০ বল মোকাবেলা করে সমান ৩০ রান করেন তিনি। এরপর অবশ্য কিছুটা মারমুখী হন এই ডানহাতি ব্যাটসম্যান। পরে মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ৪০ বলে করেছেন ৪৯ রান।
শেষ ৩ ওভারে কুমিল্লার জয়ের জন্য প্রয়োজন হয় ৩৫ রান। উইকেটে ডেভিড মালানের সাথে নতুন ব্যাটসম্যান দাসুন শানাকা। শেষদিকে মালানের অপরাজিত ৪২ রানের সাথে শানাকার ১২ রানের উপর ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কুমিল্লা ওয়ারিয়র্স। এর ফলে সিলেট থান্ডারের পর টানা ৩ ম্যাচে হারের স্বাদ পেল রংপুর।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে রংপুর। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শাহজাদ। তবে নাইম শেখ তাকে সঙ্গ দিতে পারেননি বেশিক্ষণ, দলীয় ৪৯ রানে মাথায় নিজে ফিরেছেন ৮ রান করে। এরপর টম অ্যাবেলকে সাথে নিয় নিজের অর্ধশতক তুলে নেন তিনি। মাত্র ২১ বলে ৬টা চারের সাথে ৪টা ছয়ের সাহায্যে ফিফটি পূরণ এই ব্যাটসম্যান। পরে আউট হয়েছেন ২৭ বলে ৬১ রান করে। ওই ওভারেই রান আউটে কাটা পড়েন নতুন ব্যাটসম্যান আল-আমিন। ফলে ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর।
পরে টম অ্যাবেলের ২৫, অধিনায়ক মোহাম্মদ নবীর ২৬ রানের সাথে শেষদিকে গ্রেগরির ২১ এবং আরাফাত সানি ও নাদিফ চৌধুরির সমান ১৫ রানের কল্যাণে ২০ ওভার শেষে ১৮১ রানে থামে রংপুর রেঞ্জার্সের ইনিংস। কুমিল্লার হয়ে মুজিব উর রহমান ২ এবং সৌম্য সরকার, আল-আমিন হোসেন ও সানজামুল ইসলাম নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রেঞ্জার্স: ১৮১/৮ (২০ ওভার)
শাহজাদ ৬১, নবী ২৬, অ্যাবল ২৫; মুজিব ২/২৫, সৌম্য ১/১৬।
কুমিল্লা ওয়ারিয়র্স: ১৮২/৪ (১৯.৪ ওভার ওভার)
সৌম্য ৪১, সাব্বির ৪৯, মালান ৪২*; অ্যাবেল ১/২১, নবী ১/২৫, মুগ্ধ ১/২৬।
ফলাফল: কুমিল্লা ৬ উইকেটে জয়ী।
Leave a Reply