নগরীতে ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আবদুল মান্নানকে হত্যা

ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রাম নগরীতে ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আবদুল মান্নান (৫৮) কে হত্যা করা হয়েছে। নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে গতকাল রাতে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এঘটনায় তার প্রথম স্ত্রী, সন্তানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাঘমারা পুকুরের পূর্ব পাশ্বে গইজ্জার বলে জানা গেছে। তার দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী খাদিজা বেগম ও সন্তানরা হত্যাকান্ডে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জেরে গতকাল গভীর রাতে স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি বলেছেন তিনি নিজেই তার স্বামীকে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *