উন্নয়ন চোখে না পড়লে ডাক্তার দেখাতে পারেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের চোখ হয়তো নষ্ট। যদি চোখ নষ্ট হয়, তাহলে চোখের ডাক্তার দেখাতে পারেন। আমরা খুব ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি। আমার মনে হয়, তাহলে তারা দেখতে পাবেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অপজিশন বোধ হয় চোখ থাকতে অন্ধ। তারা দেখেও না দেখার ভান করে। নিজেরা কিছু করতে পারেনি, ভবিষ্যতেও কিছু করতে পারবে না। দেশকে কিছু দিতেও পারবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারির সময় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। এমনকি অনেকে নিজেদের দেশে অর্থনৈতিক মন্দার ঘোষণাও দিয়েছে। আমরা এখনো সে দুর্ভাগ্যজনক অবস্থায় পড়িনি। আমাদের যেটুকু আছে, নিজেদের সম্পদ আমরা ব্যবহার করার সক্ষমতা রাখি।’ এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *