ঘোষণা ছিল সেলাই মেশিন এক্সেসোরিজের এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী : জব্দ

এয়ারকন্ডিশন কাস্টমস হাউস

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকার শিমু ট্রেডিং হাউস নামে একটি প্রতিষ্ঠানের নামে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল সেলাই মেশিন এক্সেসরিজ। কিন্তু চালানে এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষাতে এসব মালামাল ধরা পড়ে।

মিথ্যা ঘোষণায় প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করায় চালানে আসা মালামালগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন জানান, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতার কারণে এই বিশাল শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, চালানে সেলাই মেশিন এক্সেসরিজ থাকার কথা থাকলেও চালানটির কায়িক পরীক্ষায় ৮৩ হাজার ৫শ পিচ স্কার্ফ, ১ লাখ ইনসুলিন সিরিঞ্জ, ৩৭৯ জোড়া জুতা, ৩টি সাইকেল, ১১৩টি লেডিস ব্যাগ, ৪০টি ঘড়ি, ১০ লিটার শ্যাম্পু, ৩ লিটার ফেস ওয়াশ ও ২টি এয়ারকন্ডিশন পাওয়া যায়।

পণ্যগুলো জব্দ করার পাশাপাশি এসব পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানা তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *