এমবাপ্পের দুর্দান্ত ডাবলে শেষ ষোলোয় ফ্রান্স

চ্যাম্পিয়নের মতো খেলেই ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ কাটাল ফ্রান্স। ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন পরের আসরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। রাশিয়ায় গ্রুপ পর্ব পেরোতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ফ্রান্স ওই অঘটনের কোন সুযোগই দিল না। নিজেদের শুরুর দুই ম্যাচেই দাপুটে জয় নাম তুলল শেষ ষোলোয়।

প্রথম ম্যাচে জিরু-এমবাপ্পের মাথায় ভর করে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। শনিবার রাতে আসরের ‘ডাক হর্স’ খ্যাতি পাওয়া ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লেস ব্লুজরা। দুই গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স। তবে আক্রমণাত্মক খেলায় ত্রস্ত করে রেখেছিল ডেনিসদের। গোল মুখে প্রথমার্ধে সাতটি আক্রমণ তুলেছিল। চারটি পরিষ্কার শট ছিল লক্ষ্যে। কিন্তু ডেনিস গোলরক্ষক কাসপার স্মাইকেল দুর্দান্ত দক্ষতায় তা ফিরিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে দেশমের দল। ফলও পেয়ে যায়। ম্যাচের ৬১ মিনিটে ফ্রান্সম্যান এমবাপ্পে গোল করেন। লেফট ব্যাক থিও হার্নান্দেজের ক্রস ধরে বল জালিয়ে পাঠিয়ে দেন রাশিয়া বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এমবাপ্পে।

কিন্তু প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকা ডেনমার্ক মুহূর্তেই ফ্রান্সের ওই গোল শোধ করে দেয়। ম্যাচের ৬৮ মিনিটে গোল করেন বার্সায় খেলা ডেনিস ডিফেন্ডার আন্দ্রে ক্রিস্টেনসেন। আবার জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত গোলে সাতটি শট নেওয়ার পরে ম্যাচের ৮৬ মিনিটে জয় সূচক গোলটি করেন এমবাপ্পে। বদলি নামা কিংসলি কোম্যান একেবারের গোলের মুখে ক্রস দেন। দ্রুতগতির এমবাপ্পে শরীর ঠেকিয়ে বল জালে পাঠিয়ে স্টেডিয়াম উল্লাসে ভাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *