চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিন গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
সংর্বধনা প্রাপ্তরা হচ্ছেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মো. শাহাদাত হোসেন,
ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম এবং চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য নির্বাচিত হওয়ায় আ.ম.ম দিলসাদ।
তিন গুণিজনকে প্রেসক্লাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম দুলু এবং তালুকদার নির্দেশ বড়ুয়া।
ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু,
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ ট্রস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন,
সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসিসহ ক্লাবের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা / জেআর
Leave a Reply