সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস সীতাকুণ্ড উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে পূণ সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য কমিশনার নির্বাচিত হন আলম সফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া, সম্পাদক নির্বাচিত হন জাফর ইকবাল। মোট ২৪৫ জন কাউন্সিলর ভোটে অংশগ্রহণ করেন।
উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি শাহনেওয়াজ মির্জা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু দীপক কান্তি ভট্টাচার্য, স্কাউটের জেলা অর্থ সম্পাদক মনির হোসেন, এল টি মোঃ ইকবাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply