কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল জয় পাবে এমন ভবিষ্যদ্বাণী করেছেন দেশের অন্যতম সেরা বক্সার আল-আমিন।
জাতীয় চ্যাম্পিয়নশিপে একাধিকবার স্বর্ণ পদকজয়ী আল-আমিনের বিশ্বাস ইনজুরিতে থাকা নেইমার খেলতে না পারলেও সমস্যা হবে না ব্রাজিলের। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে সেলেকাওরা।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়ে গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি নেইমার। তাকে ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও পরের ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হারে ব্রাজিল।
আল-আমিন বলেন, আমার মনে হয়, ব্রাজিল শুধু নেইমার-নির্ভর দল নয়। যার প্রমাণ তারা দিয়েছে গ্রুপপর্বে। এমন কেউ নিশ্চয় আছেন, যিনি নেইমারের অভাব বুঝতে দেবেন না।
নকআউট পর্বে ব্রাজিল ম্যাচ নিয়ে আল-আমিন বলেন, এই ব্রাজিলের সামনে কোনো দলই টিকবে না। আমার বিশ্বাস, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করবে ব্রাজিল।
Leave a Reply