কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। চট্টগ্রামের জহুর আহম্মদ স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে নগরীর রেডিসন ব্লু হোটেল প্রাঙ্গন থেকে একটি মহড়া সাগরিকাস্থ জহুর আহম্মদ স্টেডিয়ামে পৌছায়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় সকালে এ মহড়ার দিক নির্দেশনা দেন। মহড়া শেষে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে।
সিএমপি কমিশনার বলেন, কঠোর নিরাপত্তার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-ভারত ওয়ান ডে ক্রিকেট ম্যাচ উপলক্ষে আগামী বৃহষ্পতিবার দুটি টিম চট্টগ্রাম পৌছাবে। নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। খেলোয়াড়দের হোটেল থেকে শুরু করে বাংলাদেশ-ভারত টিম স্টেডিয়ামে পৌছানো পর্যন্ত কয়েকটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিধান করবে। পুলিশ ও র্যাবের সঙ্গে কাজ করবে কাউন্টার টেরোরিজম টিমের সোয়াত টিম। স্টেডিয়ামের দর্শক গ্যালারীতে যারা অবস্থান নিবে তাদের সঙ্গে মোবাইল ছাড়া আর কিছু সঙ্গে রাখতে পারবে না। এছাড়াও টিকেটের পেছনে দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
প্রেস কনফারেন্সে সিএমপি কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ করে খেলোয়াড়দের রাস্তা বন্ধ করে নিরাপত্তা দেওয়া হলে কলেজ-বিশ^বিদ্যালয়ের পরীক্ষার্থীরা বেকায়দায় পড়বে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ৪ তারিখের জনসভার সময়ও এইচ এস সি পরীক্ষা ছিল কোন ধরনের সমস্যা হয়নি। প্রয়োজনে অভিভাবকরা সরকারী সহায়তা ৯৯৯ এ কল করে পুলিশের গাড়ীর ব্যবস্থা করতে পারবেন। এছাড়াও স্কুল ও কলেজের পক্ষ থেকে এ বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখবে।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply