চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের কালাগাজীর পাড়া এলাকার ওই বেকারিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।
দৈনিক সময়ের কাগজকে তিনি জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত পাশাপাশি বিভিন্ন খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার সহ যথাযথ স্বাস্থ্যকর উপায়ে প্যাকেজিং না করার অপরাধে বিসমিল্লাহ ফুড বেকারির মালিককে জরিমানা করে আদায় করা হয়।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply