নতুন প্রেমে রিয়া?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন আড়াই বছর হল। কানাঘুষো শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

২০২০ সালে সুশান্তের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল রিয়ার দিকে। অভিনেতাকে দুঃসময়ের মধ্যে ঠেলে দিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার।অনুরাগীরাও তাতে সায় দিয়েছিলেন।

রিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় সেই মর্মে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে জিজ্ঞাসাবাদ করে। এক মাস হাজতে থাকতে হয় রিয়াকে।

সেই অধ্যায় এখন অতীত। আইনি জটিলতা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া।

বলিপাড়ায় খবর রটেছে অভিনেত্রী সীমা সাজদের ভাই বান্টি সাজদের সঙ্গে প্রেম করছেন রিয়া। বান্টি প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে সুপরিচিত।

বিনোদন এবং ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন তিনি। আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখনও গোপনেই নাকি দেখাসাক্ষাৎ চালাচ্ছেন রিয়ার সঙ্গে।
রিয়া শেষ এক বছরে যতটুকু ঘুরে দাঁড়িয়েছেন, তার নেপথ্যেও রয়েছেন বান্টি। সুশান্তের মৃত্যুর পর সবার রাগ যখন গিয়ে পড়েছিল রিয়ার উপর, বান্টিই নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সব মিলিয়ে ফের ছন্দে ফিরতে চলেছে অভিনেত্রী রিয়ার জীবনও। তবে পেশাদার ক্ষেত্রে তিনি আপাতত কিসে ব্যস্ত, তা এখনও জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *