নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার চেয়ারে বসতে যাচ্ছেন কবির বিন আনোয়ার।

এতদিন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব সামলে আসা কবির বিন আনোয়ারকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কবির বিন আনোয়ার দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হওয়া আনোয়ারুল ইসলাম অবসরের বয়সে পৌঁছান গতবছরের ডিসেম্বরে। তবে চুক্তিতে তাকে আরও এক বছর ওই দায়িত্বে রেখে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া কবির বিন আনোয়ার ২০১৮ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *