আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী ও অনুসারীরা শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে সম্মেলনস্থলের আশপাশসহ জেলা ও নগরের বিভিন্ন স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে ডেলিগেটসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখ ময়দান জিমনেশিয়ামে সম্মেলন শুরু হবে। সপ্তাহকাল ধরে সম্মেলনস্থলের আশপাশ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান পদপ্রত্যাশী নেতাদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে।

গুরুত্বপূর্ণ পদে আসতে চান এমন নেতারা নিজ নিজ উপজেলা থেকে উপস্থিত হয়ে শোডাউনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন। অনেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেওয়া, শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ, জেলা ও উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসা, অনুসারীদের নিয়ে শীর্ষ নেতাদের অবস্থান জানান দেওয়াসহ রাজনৈতিক শক্তির জানান দিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হবেন সম্মেলনে।

সম্মেলনে শোডাউন দিতে পারেন এমন নেতা ও অনুসারীদের মধ্যে রয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা নেজাম উদ্দিন নদভী, মোস্তাফিজুর রহমান চৌধুরী। আরও রয়েছেন—আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম, মফিজুর রহমান, চন্দনাইশ থেকে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, পটিয়া থেকে মোহাম্মদ নাছির, আইয়ুব আলী, আবদুল কাদের সুজন, সালাউদ্দিন সাকিব, বোরহান উদ্দিনসহ অনেকে।

একাধিক নেতাকর্মী বলেন, সম্মেলন ঘিরে সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রত্যাশীরাও তদবিরের দৌড়ে আছেন। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক বহাল থাকার ব্যাপারে প্রায় নিশ্চিত থাকলেও গুরুত্বপূর্ণ অন্য পদে আসতে মরিয়া হয়ে উঠেছেন অনেক পদপ্রত্যাশী নেতা। এর মধ্যে দলের কোনো কর্মসূচি ও মাঠের রাজনীতিতে নেই এমন নেতারাও পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডলার বলেন, ‘দক্ষিণ জেলার সম্মেলন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সুন্দর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’ পটিয়া থেকে প্রায় দেড় হাজারের ওপরে নেতাকর্মী নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, ‘সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমার নেতৃত্বে ২-৩ হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হবো সম্মেলনে।’

সম্মেলনে উদ্বোধক থাকবেন দলের সভাপতিমণ্ডলীয় সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা উপস্থিত থাকবেন। ২০০৫ সালের ২৩ জুলাই নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *