আমিনুল হক ফরহাদাবাদীর ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ ও প্রকাশনা উৎসব

ফটিকছড়ি প্রতিনিধি:হাটহাজারীস্থ আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় সোমবার মুফতীয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর ৭৮ তম বার্ষিক ওরশ শরীফ শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদীর সভাপতিত্বে ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ শরীফে আনজুমান ও আল্লামা ফরহাদাবাদী ফাউণ্ডেশন কর্তৃক ৫টি গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও বাংলা একাডেমীর সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. সেলিম জাহাংগীর। অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ ফখরুল আবেদীন রায়হান রচিত বেলায়তে ওজমার বিকাশধারায় গাউসে জামান সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এতে আরো ৪ টি গ্রন্থের প্রকাশনা উৎসব করা হয়েছে। মাহফিলে সামা উপস্থাপন করেন বিশিষ্ট শিল্পী নাছির কাওয়াল। সবশেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ফয়সাল আবাদীন।

এতে উপস্থিত ছিলেন সৈয়দ ফয়জুল আবেদীনআরমান, রুবায়েত চৌধুরী, আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, নোমান চৌধুরী, শাহাদাত হোসেন, সুলতান আহমদ, মোহাম্মদ ফরহাদ, ইমাম হোসেন ফরহাদ, তানিম চৌধুরী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *