সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। কুমিরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে। এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মোতাহের হোসেন বলেন, একটি জুটের গুদামে বিদুৎসর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকবাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।
Leave a Reply