টস জিতে ব্যাট করছে ভারত, জাকিরের অভিষেক

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরে প্রথমবারের মতো টস জিতে সফরকারিরা। এরপর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।

অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে একটা সংশয় থাকলেও ম্যাচের দিন সকালে সুস্থ হয়ে ওঠেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের পর টেস্টেও খেলা হচ্ছে না তামিম ইকবালের। তার পরির্বতে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেক হলো তার।

এদিকে টেস্ট একাদশে ফিরেছেন ইয়াসির আলী। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজে ছিলেন না তিনি। চট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে দুদল।

বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব ছাড়াও একাদশে আছেন তাইজুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে খেলছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *