১৯৭১ সালের আজকের এই দিনে জাতি হারায় তার সূর্য সন্তানদের। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস মিলিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা শৈকত সর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, আনসার ও ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: ফয়সাল, মুক্তিযোদ্ধাদের মধ্যে অজিত মজুমদার, নুরুল ইসলাম, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply