চট্টগ্রামে ‘বমি পার্টির’ নামে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন—মো. রনি মিয়া (৩০), মো. রানা (৩২), মো. সুমন (২২) ও নাঈম আলম (২২)।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর এক ব্যক্তি অভিযোগ করেন, কাজীর দেউড়ি মোড়ে ৩ নম্বর সিটি বাসের ভেতরে তার গায়ে বমি করে পকেট থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সেই ঘটনা তদন্তে নেমে ‘বমি পার্টির’ সন্ধান মেলে। পরে ২১ নভেম্বরের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এই গ্রুপের একজন সদস্য ব্যাংকের আশপাশে ঘোরাঘুরি করেন। তাদের টার্গেট থাকে ব্যাংকফেরত ব্যক্তি। ব্যাংক থেকে টাকা নিয়ে কোনো ব্যক্তি যদি বাসে ওঠে তাহলে তারা ওই ব্যক্তির সঙ্গে বাসে উঠতেন। পরে চলন্ত বাসে টার্গেট ব্যক্তির গায়ের ওপর বমি করে দেন গ্রুপের এক সদস্য। বাকিরা টিস্যু দিয়ে পরিষ্কার করতেন। ওই সময় কৌশলে ব্যাংক থেকে ওঠানো টাকা পকেট থেকে চুরি করে তারা।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে জানায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ চেক করে আসামি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুই-তিনজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।
Leave a Reply