ধানের বস্তায় চোলাই মদ সহ আটক ২

কক্সবাজারের পেকুয়ায় ধানের বস্তায় ভরে সিএনজি অটোরিকশা যোগে অভিনব কৌশলে পাচারকালে ১’শ ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী দুই যুবককে আটক করা হয়।

গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পেকুয়া উপজেলা সদরের সাবেক গুলদী এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকরা হলো চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে মো. সাইফুর রহমান (২৭) ও একই উপজেলার কোটারপাড়ার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাউছার (১৯)।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, অভিনব কায়দায় মদ গুলো পটিয়ায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশের চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ১’শ ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *