ফজলুল কবির চৌধুরীর নাম প্রত্যাহার করার আবেদন

নেজাম ‍উদ্দিন রানা, রাউজান : স্থগিত করা রাজাকারের তালিকা থেকে রাজনীতিক একেএম ফজলুল কবির চৌধুরীর নাম প্রত্যাহার করে নিতে আবেদন করেছেন রাউজানের মুক্তিযোদ্ধারা।

উপজেলার প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধার স্বাক্ষর করা আবেদনপত্র বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের হাতে এ আবেদনপত্র তুলে দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতারা।

মুক্তিযোদ্ধাদের সই করা এ আবেদন উল্লেখ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ে নিরীহ বাঙালীদের পক্ষে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেন এ কে এম ফজলুল কবির চৌধুরী।

আবেদনপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ, মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সাধন পালিত, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ খান, মুক্তিযোদ্ধা যীশু দাশ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *