রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় রাউজানের নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় “সৈয়দ রহিম উল্লাহ শাহ্ (রঃ) দাতব্য চিকিৎসালয়” কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দাতব্য চিকিৎসালয়” কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে ফিতা কেটে সৈয়দ রহিম উল্লাহ শাহ্ (রঃ) দাতব্য চিকিৎসালয়” কেন্দ্র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম.সরোয়ার্দী সিকদার।
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তাফার সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন কোব্বাত চৌধুরী, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, শাহ্জাদা আব্দুল করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, হাজী মাওলানা ফজলুল কাদের চৌধুরী, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, মাওলানা মোদ্দাচ্ছের হায়দার। উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাঁজ উদ্দিন খাঁন সোলাইমান, শওকত উসমান চৌধুরী, কাজী হেলাল উদ্দিন, কাজী ফরিদুল আলম, মাওলানা তরিকুল ইসলাম, এস এম তছলিম উদ্দিন, আক্কাস উদ্দিন মানিক,সেলিমুল হক রুবেল, কুতুব উদ্দিন সিকদারসহ অনেকেই।
Leave a Reply