রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টায় রাউজান উপজেলা সদরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা প্রশাসন,রাউজান পৌরসভা, উপজেলা পরিষদ, থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
এরপর মহন বিজয় দিবস উপলক্ষে রাউজান আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্সূচির আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানমালায় ছিল চিত্রাংকন প্রতিযোগীতা,মহিলা ক্রীড়া প্রতিযোগীতা, পুলিশ, মুক্তিযোদ্ধা,আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইডস, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদশর্নী ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।
এছাড়াও লাখো শহীদ স্মরণে হাতে লাল সবুজের পতাকা আর রং-বেরঙের ফুল, হৃদয় নিংরানো গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে বিভিন্ন শ্রেণীর মানুষের ঢল নামে রাউজান উপজেলা সদর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে।বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি বের হয়।
Leave a Reply