বিজয় দিবসে সীতাকুণ্ডে বিএনপি ও যুবদলের বিশাল আনন্দ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৌরসদর এলাকার মুন কমিউনিটি সেন্টারে। সেখান থেকে বিএনপি ও যুবদলের হাজারো নেতাকর্মী ব্যানার ফেস্টুোন নিয়ে বিশাল আনন্দ মিছিল শোভাযাত্রা বের করে। আনন্দ র‌্যালিটি মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, ডাঃ কমল কদর, জহুরুল আলম, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রোশনারা বেগম, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, রবিউল হক, যুবদল নেতা ফজলুল করিম চৌধুরী, আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, লোকমান হোসেন, আবু সিদ্দিক বাল্লা, অমলেন্দু কনক, জিয়া উদ্দিন, সাহাব উদ্দিন রাজু, সলিমপুর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ৮ নং সোনাইছড়ির সভাপতি আরমান সোহেল, সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন মিন্টু, কুমিরা ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন সভাপতি কাজী বদর উদ্দিন, সম্পাদক আলা উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন সভাপতি নুরুন নবী সাইফুল, সম্পাদক নাছির উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন সিঃ সহ সভাপতি আবু জাফর, সম্পাদক মোঃ রাসেল, বারৈয়াঢালা ইউনিয়ন সভাপতি ছালেক, সম্পাদক আবদুল মান্নান, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি মুনছুর আলী, সম্পাদক বাবুল বাহাদুর, মহসীন, শওকত আলী, ইকবাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *