চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মেহেদী হাসান সময় সংবাদকে জানান, ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, এরই মধ্যে লোকোশেডের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *