কর্ম গুণে অমর হয়ে থাকবেন আ’লীগ নেতা শহীদুল্লাহ্

নিজের কর্ম আর গুণে সকল শ্রেণি-পেশার মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। সদালাপী, মিষ্টভাষী এ ব্যক্তির পুরোটা জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দলের জন্য যেমন নিবেদিত। তেমনি সাধারণ মানুষের জন্য সবকিছু করতো নিঃস্বার্থ। গত শুক্রবার সন্ধ্যায় টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্’র জানাজা পূর্ববর্তী এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রমুখ।

গত শুক্রবার সকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি টৈটং ইউনিয়ন পরিষদের দুই মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমরণ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক ছেলে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদে মাগরিব টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *