বোয়ালখালীতে ১ হাজার ৬‘শ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে ১ হাজার ৬‘শ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।

আজ ১৭ ডিসেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার আরকান সড়কের এন.মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরণার্থী মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)। তারা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তাদের শরীর তল্লাশিতে পকেটে পলিথিন মোড়ানো ১৬০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত সৈয়দ আলমের বিরুদ্ধে গত বছরে ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে জানা গেছে।

বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *