৮ বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা, মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পার্শ্ববর্তী পাহাড়ের ছড়ার খালে শখের বসে মাছ ধরতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়ুয়া একজন শিক্ষার্থীসহ ৮ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃত তরুণরা হলেন- জাহাজপুরা এলাকার রশিদ আহমেদের পুত্র আবছার উদ্দিন(২৪), ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।

অপহৃতদের পরিবার জানায়, অপহরণকারীরা জনপ্রতি ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে, নয়তো প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা ৮ জনকে অপহরণ করেছে এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ চেয়ে হুমকিও দেওয়া হচ্ছে। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাসির উদ্দীন মজুমদার জানান, অপহরণের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাহারছড়ার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।তাদের হাত থেকে মুক্তি পেতে লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে ফিরেছে তারা। পরিবারগুলো তাদের আত্মীয়-স্বজনদের উদ্ধারে জমিজমা, গরু-ছাগল এমনকি বাড়ি ঘর বিক্রি করে মুক্তিপণের টাকা প্রদান করে কোনরকম প্রাণে ফিরিয়ে আনে বলে জানায় ভোক্তভোগীরা।এ ছাড়া বেশ কয়েকজন সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতও হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *