সীতাকুণ্ড প্রতিনিধি সুস্থ সুন্দর আগামীর প্রত্যয়ে” এই শ্রোগানে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ কালাম সেন্টারে উদ্বোধন করা হলো “গুড লাইফ” ডায়াগনস্টিক সেন্টার। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত প্যাথলজিকেল ল্যাব ও উন্নত চিকিৎসা সেবার লক্ষে গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা।
সোমবার বিকাল ৪টায় উক্ত ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ।
উদ্বোধন উপলক্ষে এক সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়। আলী আকবর আজাদের পরিচালনায় ও আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শাহরিয়ার আহমেদ মিলন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবরের সাবেক সভাপতি মোঃ সেকান্দার হোসাইন।
বক্তব্য রাখেন গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মামুন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আলমগীর, মোঃ লোকমান হোসেন, মাওলানা আবদুল হালিম হেলালী, মাওলানা আতিক উল্লাসহ উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টার এর সকল সহযোগী পার্টনার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply