রাউজান প্রেসক্লাবে দরিদ্র দুই শিশুকে কাপড় ও খাবার প্রদান

বাংলাদেশের একমাত্র ত্বরিকা বিশ্ব সমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া গাউছুল আজম শাহ্সূফি হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর রক্ত ও ত্বরিকতের উত্তর অধিকারী প্র-প্রপৌত্র আউলাদে রাসুল(দ.) বর্তমান যুগের মহান মুজাদ্দিদ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (ম.) এর খোশরোজ শরীফ উপলক্ষে দরিদ্র দুই শিশুকে কাপড় ও খাবার প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের পক্ষ থেকে এই দুই শিশুকে কাপড় ও খাবার দেয়।

এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *