দেশের মাটিতে হোয়াইটওয়াশ পাকিস্তান

করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে দেশের মাটিতে এই প্রথম পাকিস্তান হোয়াইটওয়াশের স্বাদ পেল। সেই সঙ্গে পাকিস্তানে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট সিরিজে খেলতে নেমে ৩-০ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড।

আজ মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে খেলতে নামার আগে ইংল্যান্ড জয় থেকে মাত্র ৫৫ রান দূরে ছিল, হাতে ছিল ৮ উইকেট। বেন ডাকেট ৮২ রান ও অধিনায়ক বেন স্টোকস ৩৫ রানে অপরাজিত ছিলেন।

সোমবার তৃতীয় দিন শেষে বেন স্টোকসের দল ১১২ রান করে ২ উইকেট হারিয়ে।

ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের এই করুণ পরিণতির জন্য দায়ী ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া লেগ-স্পিনার রেহান আহমেদ। ১৮ বছর ১২৮ দিন বয়সে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

বাবর আজম ও সাউদ শাকিলের চতুর্থ উইকেট জুটি ভেঙে করাচি টেস্ট ইংল্যান্ডের পক্ষে নিয়ে আসেন রেহান। এর পর মিডল ও লোয়ার অর্ডারে ধস নামিয়ে নিজের মাত্র চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে ৫ উইকেট নেন ৪৮ রান দিয়ে।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় ১৬৭ রান। তৃতীয় দিনের খেলা বাকি তখন ২২ ওভার। কিন্তু আলো কমে যাওয়ায় আগেই দিনের খেলা থামিয়ে দেওয়া হয়।
ওপেনার বেন ডাকেট ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত। ১০ রান নিয়ে ব্যাট করেন অধিনায়ক বেন স্টোকস। অপর ওপেনার জ্যাক ক্রলি আউট হন ৪১ রানে। এর আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ২১৬ রানে। অধিনায়ক বাবর আজম (৫৪) ও সাউদ শাকিল (৫৩) শুধু হাফ সেঞ্চুরি করেন। রেহানের ৫ উইকেট ছাড়াও জ্যাক লিচ নেন ৩ উইকেট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *