আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এটি অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়।
আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রীর এক চিঠির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার দিবাগত রাতে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তিন মাস আগে আফগানিস্তানজুড়ে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত বছর আফগানিস্তানে ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য আলাদা শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করে তালেবান। সেইসঙ্গে তাদের পাঠদানে নারী অথবা বৃদ্ধ শিক্ষকদের নিয়োজিত করা হয়। এ ছাড়া নারীদের জন্য কয়েকটি বিষয়ে পড়াশোনার ওপর বিধিনিষেধও জারি করে তারা।
তালেবান ক্ষমতায় যাওয়ার পরই আফগানিস্তানের শিক্ষা খাতে ব্যাপক প্রভাব পড়ে। গত বছর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর প্রশিক্ষিত শিক্ষাবিদদের অনেকেই দেশত্যাগ করেন। এ ছাড়া অনেক শিক্ষক বেতন থেকে বঞ্চিত হতে থাকেন।
Leave a Reply