চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে মিরসরাই থানার ওসি (তদন্ত) ইয়াসির আরাফাতকে।
গত ১৯ ডিসেম্বর (সোমবার) জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
সাতকানিয়া থানার বদলি হওয়া ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে পুলিশ লাইন্সে বদলির আদেশ পেয়েছি। গত মঙ্গলবার বিকালে বিদায় অনুষ্ঠান হয়েছে।
সদ্য পদায়নকৃত ওসি ইয়াসির আরাফাত সাতকানিয়া থানায় যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০ ডিসেম্বর (মঙ্গলবার) দায়িত্ব গ্রহণ করেছি।
সাতকানিয়া থানায় যোগদানের আগে তিনি ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রামের মিরসরাই থানার ওসি (তদন্ত), সাতকানিয়ার ঢেমশা পুলিশ ফাড়ির আইসি, দোহাজারি হাইওয়ে থানার ওসি, খুলনা বিভাগের নড়াইল জেলা পুলিশ লাইনে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply