পিএসজিতে ফিরলেন নেইমার

কাতার বিশ্বকাপ শেষে এখন আবার ক্লাবে ফিরে যাচ্ছে খেলোয়াড়রা। আর্জেন্টিনার সাথে ফাইনাল হারার দুইদিন পরেই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। এবার পিএসজিতে যোগ দিলেন নেইমার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ১২ দিন পর বৃহস্পতিবার পিএসজির হয়ে অনুশীলন শুরু করেন নেইমার।

ক্লাবে ফেরার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন-‘মর্নিং’।

১৮ ডিসেম্বর বিশ্বকাপ শেষ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ আরও আগেই শেষ হয়েছে। কেননা ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। সেই হতাশা কাটিয়ে উঠার জন্য কিছুদিন ছুটি কাটান নেইমার।

তারপর ফিরেন পিএসজিতে। তার সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিওস।

বিশ্বকাপ ফাইনালে খেলা খেলোয়াড়দের কয়েকদিনের ছুটি দিয়েছে পিএসজি। এর মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও আছেন।

মেসি এখন নিজ দেশে জাতীয় উৎসবের মধ্যমণি। আপাতত স্বপ্ন পূরণের এই আনন্দ পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। তিনি ফিরলেই পূর্ণতা পাবে পিএসজি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *