আওয়ামী লীগের নতুন নেতা নির্বাচন আজ : বিকেলের মধ্যেই উৎকণ্ঠা কাটবে পদপ্রত্যাশীদের!

আওয়ামী লীগের

২৪ ঘন্টা ডট নিউজ।জাতীয় ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ নতুন নেতা নির্বাচন করা হবে। বর্ণিল আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উদ্বোধনী পর্ব শেষ হয়েছে। আজ শনিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ পর্বের অধিবেশন শুরু হয়েছে আজ শনিবার সকাল ১০ টা থেকে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে রয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

তবে গতকাল থেকে আওয়ামী লীগের দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাদের মধ্যে নানান কথা শোনা গেলেও নতুন কমিটিতে কারা থাকবেন এবং কারা বাদ পড়বেন তা কেউ সঠিকভাবে জানাতে পারছে না। এমনকি সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বাকি ৮০ পদের মধ্যে কার কী অবস্থান হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। এদিকে পদপ্রত্যাশীদের উৎকণ্ঠা আজ বিকেলের মধ্যে কেটে যাবে বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।

সভাপতি পদটি অপরিবর্তিত থাকছে। এ পদে বরাবরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে ভাবছেন না আগত কাউন্সিলর ও প্রতিনিধিরা। একাধিক নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে। কেউ কেউ মনে করেন, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হবে না বলেই প্রধানমন্ত্রী এখনো কোনো বার্তা দিচ্ছেন না। পুরনো কমিটির কেউ কেউ বাদ পড়বে এবং অনেকের পদোন্নতী পাওয়ারও আভাস পাওয়া গেছে।

কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এই দুই পদ ঠিক হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব কাউন্সিলররা সভাপতিকে দিয়ে দেন। আজও একই পদ্ধতি অবলম্বন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

ইতিমধ্যে দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়েছে। এই অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। এরপর দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে। এসব কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। আজকের কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একই সঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *