ফটিকছড়িতে ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি: কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফটিকছড়ি (ক্যাফ) এর উদ্যোগে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ৩ ঘন্টা পরীক্ষা চলে।

এ বছর ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগর রুস্তুমিয়া দাখিল মাদরাসা ও হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়সহ ৫টি কেন্দ্রে পরীক্ষায় সর্বমোট প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

সকাল ১১টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন, ক্যাফ’র চেয়ারম্যান মুহাম্মদ সৈয়দুল আজাদ, মহাসচিব মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ নাছির প্রমুখ উল্লাহ, মুহাম্মদ নাছির প্রমুখ উল্লাহ, মুহাম্মদ নাছির প্রমুখ।

এসময় ক্যাফের চেয়ারম্যান মুহাম্মদ সৈয়দুল আজাদ বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে ক্যাফ’গোল্ড মেডেল বৃত্তি। আমরা খুঁজে বের করতে চায় জাতির এ মেধাবী মুখগুলোকে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সুন্দরভাবে এ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন করায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফটিকছড়ি’র সকল কর্মকর্তা ও নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *